গোলাম আযম নন্দিত কত

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৫ অক্টোবর, ২০১৪, ০১:৩২:১২ রাত



চেয়ে দেখ মূর্খ নির্বোধ দুর্ভাগা

বেঈমান মোনাফিক যত

ঢাকাসহ সারাদেশ-বিদেশে

গোলাম আযম নন্দিত কত।

-

তোমরা গুটি কয়েক দুর্ভাগা বেঈমান

মোনাফিক হতাশার দলে

দেশ-বিদেশে কোটি কোটি মানুষ আজ

মুর্ছা যায় শোক বিহবলে।

-

সময়ের ব্যবধানে প্রিয় নেতা হারানো

শোক, শক্তিতে পরিণত হবে

বিদ্যুৎ গতিতে জাগছে মানুষ গণতন্ত্র

ইসলাম প্রতিষ্ঠার রবে।

-

সারা জীবন তোমরা করেছ তিলকে

তাল,করেছ কুৎসা রটনা

আমৃত্যু সত্যের পথে অবিচল তিনি

এ নহে সাধারন ঘটনা।

-

বিশ্ব নন্দিত এ নেতার অমর কীর্তি

হবেনা কোন দিন অমলিন

দেখিস তোরা অনাগত প্রজন্ম অমর

কীর্তিতে হয়ে যাবে বিলীন।

-

শোন ওহে মূর্খ হতভাগা বেঈমান

মুছে ফেল হতাশার ঘাম

চলে এসো গনতন্ত্র ইসলামের পথে

ভুলে যাও রামের নাম।

২৪/১০/২০১৪





বিষয়: বিবিধ

১২১৬ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

277935
২৫ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৯
সুশীল লিখেছেন : ঘাতক কুল শিরোন্মনি
277964
২৫ অক্টোবর ২০১৪ সকাল ০৮:০৫
মামুন লিখেছেন : লেখাটি খুব লেগেছে। অনেক ধন্যবাদ। শুভেচ্ছা রইলো।
278018
২৫ অক্টোবর ২০১৪ দুপুর ০১:০৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : খুব ভালো লাগলো পড়ে। ধন্যবাদ আপনাকে
278021
২৫ অক্টোবর ২০১৪ দুপুর ০১:১১
আফরা লিখেছেন :
সময়ের ব্যবধানে প্রিয় নেতা হারানো
শোক, শক্তিতে পরিণত হবে । ইনশা আল্লাহ !

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File