কিংবদন্তী ইতিহাস তুমি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৪ অক্টোবর, ২০১৪, ০২:৪৪:০৮ রাত
কোন অধ্যায় নয়, শেষ হল পূর্নাঙ্গ জীবন্ত ইতিহাস পাঠ।
বিপ্লব, ধর্ম, দর্শন, মানুষ, মানবতার কিংবদন্তী ইতিহাস।
আবার শুরু হবে ইতিহাস পাঠ কখন,কেউ জানে না।
কেউ জানে না কে হবে কিংবদন্তী ? হয়তো শতবর্ষ পরে
আবির্ভূত হবে কোন দেবদূত। কিন্তু ততদিন...?
মানুষের মুখোশে দানব, মানবতার পোষাকে পাশবিকতা ,
ক্রমশ গলে যাওয়া হিমালয় , গ্রহ উপগ্রহের কক্ষপথ চ্যুতি
কে রুখবে ? জাতির এ ক্রান্তিকাল কত দীর্ঘ হবে ?
-
আমরা বড় দূর্ভাগা; কপালে ঘাম বের হওয়ার আগেই
ক্লান্ত হই, পায়ে কাঁটা ফুঁটলে আহত হই রক্তাক্ত হই।
আর তুমি আমৃত্যু লক্ষ্য পানে পাহাড়সম অটল অবিচল।
তোমার প্রতিটি অধ্যায়ে দেখেছি ঘামের স্রোত, দানবের
দন্ত চর্বনে চর্বিত আপাদমস্তক তুমি।
অথচ তোমার ক্লান্তি নেই, তুমি রক্তাক্ত নও।
তোমাকে দেখেছি নবউদ্যমী,চির সবুজের তরুণ তুমি।
-
সৃষ্টি জগতের চিরন্তন সত্যের আলিঙ্গনে আজ তুমি।
তুমি প্রেমে বাঁধা কোন ছবি হবে না , তুমি ইতিহাস
হয়ে পঠিত হবে অনন্ত কাল, আবির্ভুত হবে
নতুন প্রেরণা হয়ে নতুন পৃথিবী সৃষ্টি প্রত্যাশীদের ।
জাতির ইতিহাস বিকৃতি হবে তুমি আসবে কালের সাক্ষী হয়ে।
তোমার অনন্ত যাত্রা রুখতে ঊদ্যত নয় কেউ, যেমন নয়
জালিমের বন্দীশালা। স্বর্গীয় পোষাকে শভ্র কফিনে মহান
প্রভুর সান্নিধ্যে তোমার যাত্রা শুভ হোক ।
বিষয়: বিবিধ
১১৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মহান রবের কাছে মিনতী.....মেহমান করে নাও মজলুম এই জননেতা কে!
প্রভুর সান্নিধ্যে তোমার যাত্রা শুভ হোক
মন্তব্য করতে লগইন করুন