কেন তুমি চলে যাবে এভাবে
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৪ অক্টোবর, ২০১৪, ১২:০২:৪৯ রাত
কেন তুমি চলে যাবে এভাবে;
কাউকে কিছু না বলে?
চেয়ে দেখ ঢুকরে কাঁদছে
মানুষ, শোক বিহবলে।
-
তোমার এই শূণ্যতা পাবে না
পূর্ণতা; বইবে কতকাল?
জাতির ক্রান্তিকালে তোমার
অবর্তমানে কে ধরবে হাল?
-
দেশজুড়ে হাহাকার অনাচার
অবিচার চলছে যখন;
মুখোশধারিদের বিরুদ্ধে দীপ্ত
কণ্ঠে দাঁড়ালে তখন।
-
প্রতিদিন রেডিও টিভি দৈনিকে
তুলে ধরেছিলে সত্য
মুখোশ খুলে দেখালে জাতিকে,
ওরা মানুষ নয় দৈত্য।
-
শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে,
সত্য কথা বলেছিলে
সত্যের উপর অবিচল তুমি
পৃথিবীকে দেখিয়ে দিলে।
-
তোমার এ চলে যাওয়া কঠিন
হলেও; মেনে নিতে হয়।
ওপারের আবাসস্থল যেন, সত্যের
পতাকা তলে হয়।
১৩/১০/২০১৪
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল্লাহতায়ালা তাঁকে ক্ষমা করুন ও জান্নাতনসীব করুন
এবং
তাঁর পরিবারের সদস্যদেরকে পারলৌকিক কল্যানের পথে পরিচালিত করুন
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
মন্তব্য করতে লগইন করুন