ক্ষমা করো হে রণবীর ‘ভাষা মতিন’

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১০ অক্টোবর, ২০১৪, ০১:৩৩:৫৬ রাত





ক্ষমা করো তুমি আমাদের

হে রণবীর ‘ভাষা মতিন’

দূর্ভাগা জাতি মোরা, এখন

হয়েছি এক-দুই-তিন।

-

জীবনের মায়া তুচ্ছ করে

রণাঙ্গনে লড়েছিলে

রাষ্ট্রভাষা বাংলার দাবীতে

ইতিহাস রচেছিলে।

-

ভেঙ্গেছিলে সেদিন হায়েনাদের

জারি ১৪৪ ধারা

দাবী আদায়ে অনঢ় তুমি বরণ

করেছিলে কারা।

-

আজ মনের সুখে কথা বলি,

গাই মায়ের ভাষায় গান

ভূলে গেছি ইতিহাস মোরা,

রাখিনি তোমার সম্মান।

-

অপমানে অবহেলায় চলে গেলে,

রাখতে পারিনি মান

স্বার্থপর কপট মোরা ,নেই ঐক্য

হয়েগেছি খান খান।

-

যাবার বেলা যারা দেয়নি

তোমায় রাষ্ট্রীয় সম্মান

হায়েনাদের রক্তের তারা

জাতির জন্য অপমান

বিষয়: বিবিধ

৯৯৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272731
১০ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৬
তারাচাঁদ লিখেছেন : উনি এখন আর ক্ষমা করার স্থানে নেই । বরং তিনি নিজেই পরম করুণাময়ের ক্ষমার মুখাপেক্ষী ।
১০ অক্টোবর ২০১৪ রাত ০১:৫৪
216833
নোমান২৯ লিখেছেন : সহমত|
272734
১০ অক্টোবর ২০১৪ রাত ০১:৫৬
নোমান২৯ লিখেছেন : আসলেই আমরা অভাগা জাতি|Surprised Surprised Surprised Surprised
272780
১০ অক্টোবর ২০১৪ সকাল ০৯:২৯
শিশির ভেজা ভোর লিখেছেন : যাবার বেলা যারা দেয়নি
তোমায় রাষ্ট্রীয় সম্মান
হায়েনাদের রক্তের তারা
জাতির জন্য অপমান

আমরা সম্মানিতদের সম্মান করতে জানি না বলেই জাতি হিসেবে আমরা পিছিয়ে পড়ছি। কবিতা ভালো লাগলো।
272789
১০ অক্টোবর ২০১৪ সকাল ১০:০৭

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File