নাট্য মহড়া
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২২ সেপ্টেম্বর, ২০১৪, ০৪:১৩:২৮ রাত
তুমি চালিয়ে যাচ্ছ তোমার মহড়া।
সহস্রাধিক দর্শকের সামনে সংলাপ দিবে।
আবার তোমার প্রতি নির্দেশনা মঞ্চে উঠেই,
তুমি ভুলে যাবে তোমার সামনের দর্শকদের,
তুমি তোমাকে ভুলে ঢুকে যাবে তোমার অভিনয়ের চরিত্রে।
তবেই তুমি ফুটিয়ে তুলতে পারবে তোমার অভিনয়।
হয়তো তোমার সাথে থাকবে তোমার সহ- অভিনেতা-অভিনেত্রী
কিংবা অভিনয়ের ব্যবহারযোগ্য সামগ্রী।
-
অভিনয় ফুটিয়ে তুলতে বারবার প্রাকটিস করছ।
এভাবেই চলছে তোমার মহড়া।
অথচ তুমি জানো না কোথায় নাটক মঞ্চস্থ হবে।
-
'পৃথিবীটাই তো একটা নাট্যমঞ্চ'।
আর তুমি কি নয় মঞ্চের 'একজন দক্ষ অভিনেতা কিংবা অভিনেত্রী'।
বিষয়: বিবিধ
৭৭৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন