জেগেছে নষ্টরা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২১ সেপ্টেম্বর, ২০১৪, ১২:৩৫:১৩ রাত
মগজের মাঝে
খেলা করে নষ্ট
চোখে-মুখে সংশয়
চিন্তা ভ্রষ্ট।
-
নষ্টেরা ভরে গেছে
আশে পাশে
শয়তান দেখে শুধু
মুচকি হাসে।
-
অবসরে চলে
গেছে শয়তান
জেগেছে নষ্টরা
গায় তার গান।
-
সবকিছু যদি চলে
যায় নষ্টের দখলে
আমরা কি দেখবো
দাঁড়িয়ে সকলে ???
বিষয়: বিবিধ
৭৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো থাকবেন
ধন্যবাদ ...
মন্তব্য করতে লগইন করুন