মানের লোক...

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৯ সেপ্টেম্বর, ২০১৪, ১১:০০:২৩ রাত

এই শহরে একজন আছে

নিজেকে খুব জ্ঞানী ভাবে

মানে'র পাল্লা খুব ভারী তার

বুঝিয়ে দেয় ভাবেসাবে।

-

দিন-রাত সে সব মানুষের

দোষ-ত্রুটি খুঁজে

উঁচু মানের লোক তো তাই

কয়জনে তা বুঝে।

-

ইদানিং সে বলে বেড়ায়

সবার সেরা জ্ঞানে গুনে মানে

অমুক তমুক খেলতে আসুক

হারিয়ে দেবো শতরানে।

-

দূর থেকে করে বুকুম-বাকুম

সামনে এলে প্যাঁচা

সমালোচনায় মূখর থাকে

দেয় সবাই খোঁচা।

-

আসলে তার মান ভালো

মেইড ইন জিঞ্জিরা

প্রদর্শনের ও স্টক ভালো

শুধু ফাঁকা পিঞ্জিরা।

বিষয়: বিবিধ

১০০৯ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266623
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:১৯
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : অসাধারন কবিতা তবে ভাই লোকটাকেই চিনলামনা....আমি একজনকে চিনি তিনি হলেন
********************************
মন্ত্রী সাবের মাথায় টাক,
মাথার ভেতর মহা ফাঁক।

গায় গতরে মোটা তাজা,
ভাবখানা তার মহারাজা।

কথায় কথায় গালাগালি,
তার উপরে করতালি।

মনের ভেতর হাট্রিমাটিম,
তিনি ছাড়া সব পঁচাডিম,

চোখ রাঙ্গিয়ে কথা বলেন,
সম্মানীদের চামড়া তুলেন।

প্রথম ধাপেই মন্ত্রী হলেন,
বিষণ তাপে কথা বলেন।

আগে পিছে ভাবেন্না সে,
মিথ্যা বলেন ভেংচি হেসে।

ক্ষমতা তার অনেক বেশি,
যাকে তাকে দিবেন ফাঁশি।

দেশটা তাহার পিতামহের,
আর যতসব ভিন্ন গ্রহের...। অনেক ধন্যবাদ
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩৩
210368
বদরুজ্জামান লিখেছেন : ধন্যবাদ ভাই। নাম তো বলা যাবে না । আসলে এরকম লোক আমাদের আশেপাশে অনেক আছে।
তবে আপনি যাদের সম্পর্কে লিখেছেন তাদের কেও আমরা চিনি। লিখা খুবই সুন্দর হইছে।পড়ে মুগ্ধ হলাম।তাই আবারো ধন্যবাদ।
266624
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৩১
ফেরারী মন লিখেছেন : আপনি কি আগে সোনা ম্যাগাজিনে কবিতা লিখতেন নাকি? চেনা চেনা লাগছে।

ঢাবিতে পড়েন?
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪২
210371
বদরুজ্জামান লিখেছেন : না ফেরারী মন সোনাতে লিখতাম না,তবে রুপাতে মাঝেমাঝে..., আর ঢাবিতেও পড়তাম না। অনেক কিছুই চেনা চেনা লাগে
কিন্তু আসলে অচেনা। ব্যাপক ধন্যবাদ আপনাকে। মাঝে মাঝে এভাবে আসলে খুশি হবো।
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫২
210373
ফেরারী মন লিখেছেন : ওখানে এই নামেই এবং এইরকম কবিতাই পাবলিশ হতো তাই। তবে কবিতা ভাল্লাগলো ..... সুন্দর সুন্দর Thumbs Up Thumbs Up Rose Rose
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০০
210374
বদরুজ্জামান লিখেছেন : আবারও ধন্যবাদ ফেরারি মন কে।
266629
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৫৬
চালাক লিখেছেন : পাগলা কে বানাইল্রে হাসন রাজারে !!!! ধন্যবাদ
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ১২:০৩
210375
বদরুজ্জামান লিখেছেন : পাগলা আর বাউলা যাই বানাক না কেন;
একজনই কিন্তু বানিয়েছেন।ধন্যবা ।
266662
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৩০
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৪
210426
বদরুজ্জামান লিখেছেন : জী লিখেছি। ধন্যবাদ
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৪৬
210427
প্যারিস থেকে আমি লিখেছেন :
আমিও পড়েছি
মাথার চুল চিড়েছি।
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:৫৬
210428
বদরুজ্জামান লিখেছেন : পড়ছেন ভালো কথা তয় মাথার চুল চিড়িয়েন না।
চিড়লে কিন্তু লোকে বলবে ঠাক্কু
আর দেখা হলে আমি বলব কাক্কু।
২০ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৪:৪৬
210430
প্যারিস থেকে আমি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
266742
২০ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৫
egypt12 লিখেছেন : আমি কিন্তু নিজেকে জ্ঞানী ভাবিনা কেউ যেন আমি মনে না করেন Loser

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File