আসছে জামায়াত-শিবির

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৮ সেপ্টেম্বর, ২০১৪, ০১:১১:৫১ রাত



...তাহলে কি হবে না ফাঁসি ...সাঈদীর

মৃত্যুর দড়িতে কি আর ঝুলবে তার শির?

-

সহিংসতার পথে আসবে না জামায়াত-শিবির

ঝরবে না তাজা কোন প্রাণ,

জামায়াতের ঘাড়ে বন্দুক রেখে বিম্পির

ক্ষমতার স্বাদ হয়ে গেল ম্লান???

-

জামাতীদের মুচকী হাসি দেখে

আম্লীগ গলা কাশে,

বিম্পির মনে ব্যাথা ঘুম নেই

হাই তোলে দীর্ঘশ্বাসে।

-

নাকি জামায়াতের সাথে সরকারের

হয়ে গেল আতাঁত ?

মুরগী কবির তো আগেই বলেছে

আদালতে ঢুকেছে জামাত।

-

যদি তাই হয় ভাই, তবে কারো

রক্ষা নাই,আসছে জামায়াত-শিবির

বিম্পিরা ভাবছে মনে, পালা সবে জলদি

পালা, থাকবে না দেহে কারো শির।

বিষয়: বিবিধ

৭৯২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

266201
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১১
সুশীল লিখেছেন : মাইনাস মাইনাস
১৮ সেপ্টেম্বর ২০১৪ রাত ০২:১৪
209925
বদরুজ্জামান লিখেছেন : ম্নে হয় আপনি বিম্পি।
266232
১৮ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৫:০৯
কাহাফ লিখেছেন : প্রকাশ্য শত্রু থেকে বন্ধুরুপী মোনাফেক বেশী ভয়ংকর,এ হিসেব আওয়ামী-বিএনপির বেলায়ও।
১৯ সেপ্টেম্বর ২০১৪ রাত ১১:৪৫
210372
বদরুজ্জামান লিখেছেন : ঠিক বলেছেন ভাই। আপনাকে ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File