সমুদ্রের ঢেউয়ে উত্থিত হও
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৩ সেপ্টেম্বর, ২০১৪, ০১:১৫:২৭ রাত
মৃত্যুকে ভালবেসে হেসে হেসে
বুকের মাঝে নিয়েছ তীর
নোয়াওনি চির উন্নত শির
মৃত্যুর ভালবাসা দেখালে শেষে ।
-
তোমরা আছো রবে চিরদিন
আমাদের মাঝে মগজের মেঝে
আসবে নবসাজে চোখের ভাঁজে
না থাকুক দেহের কোনচিন।
-
সমুদ্রের ঢেউয়ে সফেদ মেঘে
আবার উত্থিত হও আকাশ পানে
বিদ্যুৎ গর্জনে আঁধার কর্ষণে
ঝরো বৃষ্টি হয়ে তুমুল বেগে।
-
মুছে ফেল আর্বজনা জীর্ণ জরা
শুদ্ধ করো ধরা থাকবে না অধরা
বন্দি মুক্ত হবে থাকবে না কারা
সবুজ শ্যামলিমার মুছে যাবে খরা ।
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন