আমরা বীর চিরবিদ্রোহী
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০২ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৪৬:২৯ রাত
আমরা কৃষক মজুর কুলি
কামার কুমার তাঁতি
দেশের কাজে আমরা সবাই
পরস্পরের জ্ঞাতি ।
-
আমরা সবাই ভীষণ আপন
সুখে দুঃখে কাটছে জীবন
দেশের কাজে সবই পারি
করতে পারি মৃত্যু বরণ ।
-
আমরা করিনি মাথা নত
নিয়েছি অস্ত্র হাতে
যুদ্ধ করেছি নয় মাস
হানাদারদের সাথে ।
-
আমরা যোদ্ধা আমরা বীর
চিরবিদ্রোহী জনতা
শত্রু মুক্ত করেছি দেশ
গড়েছি মোরা একতা ।
-
দেশীয় দোসর হানাদারেরা
এক হয়েছে আবার
ঐক্য গড়ে অস্ত্রহাতে
ওদের রুখতে হবে সবার ।
বিষয়: বিবিধ
৯৩০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন