আমরা বীর চিরবিদ্রোহী

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০২ সেপ্টেম্বর, ২০১৪, ০২:৪৬:২৯ রাত

আমরা কৃষক মজুর কুলি

কামার কুমার তাঁতি

দেশের কাজে আমরা সবাই

পরস্পরের জ্ঞাতি ।

-

আমরা সবাই ভীষণ আপন

সুখে দুঃখে কাটছে জীবন

দেশের কাজে সবই পারি

করতে পারি মৃত্যু বরণ ।

-

আমরা করিনি মাথা নত

নিয়েছি অস্ত্র হাতে

যুদ্ধ করেছি নয় মাস

হানাদারদের সাথে ।

-

আমরা যোদ্ধা আমরা বীর

চিরবিদ্রোহী জনতা

শত্রু মুক্ত করেছি দেশ

গড়েছি মোরা একতা ।

-

দেশীয় দোসর হানাদারেরা

এক হয়েছে আবার

ঐক্য গড়ে অস্ত্রহাতে

ওদের রুখতে হবে সবার ।

বিষয়: বিবিধ

৯৩০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

260604
০২ সেপ্টেম্বর ২০১৪ রাত ০৩:০৪
ভিশু লিখেছেন : ভালো! তবে এমন মোটা দাগে সম্পূর্ণ ১৮০ ডিগ্রী বিপরীতে প্রায় স্থায়ীভাবে দ্বিধাবিভক্ত এই দেশের ভবিষ্যত যে কি, তা ভাবাই যায় না!
260668
০২ সেপ্টেম্বর ২০১৪ সকাল ০৭:৪৫
কাহাফ লিখেছেন : বর্তমানে জনতার শক্তি শেষ হয়ে গেছে মনে হয়, তা না হলে দেশীয় দোসর হায়েনারা এতো সাহস পায় কী করে......?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File