ঈদের আনন্দ-খুশি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৮ জুলাই, ২০১৪, ১২:৪৬:০৬ রাত
ঈদের আনন্দ-খুশী
করি দিল খুলি
দুঃখ,শোক,যাতনা
সবে যাই ভুলি।
-
ঈদে হয় জামা-কাপড়
কেনাকাটার ধুম
রাত-দিন শপিং মলে
চোখে নাই ঘুম।
হরেক রকম খাবারের
হয় আয়োজন
ধনী-গরিব সকলে
মিলে করি ভোজন।
-
ঈদের দিন ঈদগাহে
ঈদের নামাজ
জামাতে আদায় করি
সাজে নব সাজ।
সারাদিন সবে মিলে
করি কোলাকুলি
দূর হোক আমাদের
সব ভূল বুঝাবুঝি।
-
ঈদ হল দুনিয়াতে
খোদা তা'আলার দান
খুশীর জোয়ারে গাই
খোদার গুনগান।
ঈদের আনন্দ-খুশী
একদিন নাহি যেন হয়
সারা বছর ঈদ যেন
সবার ঘরে ঘরে রয়।
বিষয়: বিবিধ
৮৪৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ﺗﻘﺒﻞ ﺍﻟﻠﻪ ﻣﻨﺎ ﻭ ﻣﻨﻜﻢ
সব্বাইকে ঈদ মুবারক।
আপনার বাড়িতে আমার ঈদের দাওয়াত রইলো।
মন্তব্য করতে লগইন করুন