মনে পড়ে মা'কে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৮ জুলাই, ২০১৪, ০২:৩৮:৩৫ রাত

মনে পড়ে খুব বেশী

মা তোমাকে

কেমনে চলে গেলে

ছেড়ে আমাকে।

-

জানি তুমি কোন দিন

আসবে না

'বাবা' বলে মা আর

ডাকবে না ।

-

চলে গেছ মা, আমি

আছি দূরে একা

জানি মা এ জগতে

হবে না তো দেখা।

-

হতভাগা আমি খোদা

করি মোনাজাত

ক্ষমা করো মা'কে মোর

দাও জান্নাত।

বিষয়: বিবিধ

৯২৭ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

245622
১৮ জুলাই ২০১৪ রাত ০৩:১৩
সুশীল লিখেছেন : ভালো লাগলো পিলাচ
245651
১৮ জুলাই ২০১৪ সকাল ০৫:০২
সন্ধাতারা লিখেছেন : আসসালামুয়ালাইকুম ভাইয়া। আপনি আপনার মায়ের জন্য বেশী বেশী করে দোয়া করেন। পরম করুণাময় ওনাকে জান্নাতবাসী করুন এই দোয়া রইলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File