ফিলিস্তিনে আর মরবে কত...
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১১ জুলাই, ২০১৪, ১১:২৩:৫৭ রাত
ফিলিস্তিনে আর মরবে কত
বৃদ্ধ-শিশু-নারী?
ইসরাইলের বোমার আঘাতে
উড়বে বসত-বাড়ী।
-
মানব নামের দানবেরা আর
ছুঁড়বে কত গুলি?
নিপরাধ মানুষগুলোর
উড়বে মাথার খুলি ।
-
আকাশ-বাতাস প্রকম্পিত
বাড়ছে আহাজারি
রক্তের মাঝে ভাসছে কত
লাশে সারি সারি।
-
কোথায় গেল বিশ্ব মোড়ল,
নিরব বিশ্ব বিবেক
ইসরাইলি হয়েনারা আর
নয়কি তারা এক???
বিষয়: বিবিধ
৮৪৩ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আসলে তারা মানুষ নয়,
মানুষরুপি হিংস্র।ধন্যবাদ।
হিংস্র পশু হার মেনেছে
এই মানব দানবের ডরে
আর কত কাল রইবে মুসলিম
বসে ঘরের কুনে
নয়ত সময় বসে ঘরে
সময় গর্জে উঠার
মানব নামে দানব গুলো ধন্যবাদ
বুঝুক মজা এবার ।
মন্তব্য করতে লগইন করুন