ফিরে এসো মা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৭ জুলাই, ২০১৪, ০৫:১০:০৬ সকাল
মা, তুমি ফিরে এসো।
কেমনে বাঁচিবো আমি তুমি ছাড়া ?
তুমি ছাড়া পৃথিবীটা অসার,
মনে হয় লৌহ কারা।
-
বুক জুড়ে হাহাকার,
দুঃসহ যাতনা আর সয় না
'বাবা' বলে মধু মাখা কথা
এখন আর কেউ কয় না ।
-
পৃথিবীতে আমি বড় একা মা,
তুমি ছাড়া সবই বৃথা
কষ্টের আছঁড়ে গাঁথা দেহ-মন
কেমনে বইবো এ্যত ব্যথা ?
-
ফিরে যদি না আসো মা,
কেমনে বাঁচিবো আমি তুমি ছাড়া ?
তুমি ছাড়া পৃথিবীটা অসার
মনে হয় লৌহ কারা ।
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হে আল্লাহ !তুমি এই ভাইয়াকে ধৈর্য দাও সবুর দাও ।আর উনার আম্মার গুনাসমূহ মাফ করে ভাল আমল গুলো কবুল করে তার কবরকে প্রসস্ত করে দাও ।আমীন ।
মন্তব্য করতে লগইন করুন