কেমন আছোঁ মা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৪ জুলাই, ২০১৪, ০৩:০০:০২ রাত
মাগো এখন কেমন আছো
আমায় তুমি বলো
এমন করে আমায় ছেড়ে
যাবার সময় হলো ?
-
যাবে যদি সত্যি তুমি
আমায় নিলে না কেনো?
তোমার চরণে জান্নাত আমার
জানোনি তুমি যেনো।
-
দূর প্রবাসে উদ্বাস্তু আমি
কপালে ছিল লেখা
যাবার বেলা তোমার সাথে
হয়নি তো তাই দেখা।
-
দু'হাত তুলে খোদার কাছে
করি মোনাজাত
ক্ষমা করো মাকে আমার
দাও তাঁকে জান্নাত।
বিষয়: বিবিধ
১২০৯ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন