জুতা বৃষ্টি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৪ জুন, ২০১৪, ১২:৪১:১৫ রাত
তোরা . . .
মেলার নামে পুকুরচুরি
করবি কতকাল
পুকুরচুরি রুখতে মোরা
ধরছি এবার হাল।
-
ধান্দাবাজদের জন্য আজি
বিভেদ কমিউনিটি
বিভেদ রেখা মুছে দিয়ে
গড়তে হবে ইউনিটি।
-
সাগর-রুনির খুনি মাহফুজ
মেলা মঞ্চে কেন
ধান্দাবাজদের সাথে নিয়ে
ষড়যন্ত্রে যেন।
-
লন্ডন গিয়ে বিদ্বেষ ছড়ায়
সিলেটীদের নিয়ে
প্যারিসবাসি শিক্ষা দিল
জুতার মালা দিয়ে।
-
জুতা বৃষ্টি মাহফুজের
গাল করেছে লাল
এখন থেকে দু'হাতে সে
লুকাবে তার গাল।
বিষয়: বিবিধ
১১৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন