শিশুটির কি অপরাধ

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৮ মে, ২০১৪, ০৩:৪৫:১৪ রাত



এই শিশুটি কি অপরাধ

করছে দুনিয়াতে

কেন স্রষ্টা এমন আচরণ

করেন তার সাথে ?

যাদের বুকটা কাঁপে না

এই শিশুর দিকে চেয়ে

নিশ্চিত জেনো এজিদ

কিংবা শীমার হবে সে ।

স্রষ্টার কাছে আহার্যের পাহাড়

কত না খেয়ে মরে

স্রষ্টা সুখে ঘুমিয়ে আছে

এমনই সৃষ্টি করে ।

যাদের চোখে অশ্রু ঝরে না

এই শিশুর দিকে চেয়ে

নিশ্চিত জেনো বন্য

কিংবা হিংস্র হবে সে ।

স্রষ্টার কিছু নেই কি করার

নেই কি শক্তি বাকি ?

স্রষ্টা শোকে কাতর শিশুর

চোখে স্বপ্ন দেখি ।

বিষয়: বিবিধ

৯২৯ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

227267
২৮ মে ২০১৪ সকাল ০৭:৫৬
Sada Kalo Mon লিখেছেন : হয়তো গরীব ঘরে জন্ম নেয়ায় হচ্ছে তার বড় অপরাধ! সত্যি এখন শিশু শ্রম খুব বেড়ে গেছে! ভালো লাগলো
227279
২৮ মে ২০১৪ সকাল ০৮:৫৬
হতভাগা লিখেছেন : ''স্রষ্টা সুখে ঘুমিয়ে আছে

এমনই সৃষ্টি করে ।''

০ কবিতা লিখতে গেলে এমন জোশ আসে যে হুশ থাকে না !

আল্লাহ আপনার , আমার , অন্য সবার মত এই শিশুটিরও রিজিকের ব্যবস্থা করে রেখেছেন ।

এই বয়সে শিশুটির স্কুলে যাবার কথা , না গিয়ে এখন ইট টানছে , সম্ভবত মায়ের সাথে সে এসেছে ।

আল্লাহ দুনিয়াতে সব কিছুই সঠিক পরিমানে পাঠিয়েছেন , কিন্তু বন্টন করার ক্ষমতা দিয়ে দিয়েছেন মানুষের হাতে । এটা মানুষের জন্য একটা পরীক্ষাই । আল্লাহ সবকিছুই দেখছেন।

আয়াতুল কুরসী পড়ুন




২৮ মে ২০১৪ সকাল ১০:১৯
174168
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ধন্যবাদ হতভাগা ভাই। আপনার মন্তব্যগুলো দারুনGood Luck Good Luck
227369
২৮ মে ২০১৪ দুপুর ১২:৫১
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File