সৌমিক শিহরণ
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৫ এপ্রিল, ২০১৪, ০৫:০৭:৪৭ সকাল
কান্না থামাও, অশ্রু মুছো,
গোপন স্যাঁতস্যাঁতে ক্ষতগুলো রোদ্রে শুকাও,
মেলে ধরো হাওয়ায় উড়ে যাক দিগবিদিগ ।
ভাবো, পৃথিবীতে ছিলে না কোন দিন
নদীর জলে গাছের ডালে কিংবা মানুষের গর্ভে ।
ভাবো, এখনই ভুমিষ্ট তুমি
আষ্টেপৃষ্টে হামাগুড়ি দিয়ে দাঁড়াও,
দেখো, পুর্বাকাশে সোনালী রবি, উদ্ভাসিত পৃথিবী ।
এবার সখ্যতা গড়ো পৃথিবীর আনন্দে
সৌমিক শিহরণ প্রবাহিত করো সর্বাঙ্গে ।
নদীর উচ্ছ্বলতা, পাখির কূজন, রাতের নীরবতা
আর দিনের ব্যস্ততা মাড়িয়ে রচনা করো
পরাবাস্তব কাহিনীতে নবজীবনের ইতিহাস।
বিষয়: বিবিধ
৮০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন