হজমের ঢেঁকুর

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৩ এপ্রিল, ২০১৪, ০৫:৪৭:৩৬ সকাল

এখন আর বাঁশ ঝাড়ের পাশে উলঙ্গ যুবতীর

রক্তাক্ত লাশ দেখে আঁৎকে উঠি না;

চিত্তের সাবধানতা বেশ জায়গা জুড়ে,

হজমের ঢেঁকুর এখনো উঠে আগের মতন।

তারপরও কিভাবে তুমি পঞ্চইন্দ্রিয়ে অনুভূতি জাগাও

ভাংচুর ধ্বংসযজ্ঞে জেগে উঠো ইন্দ্রিয় কাননে;

দিনের কোলাহল কিংবা রাত্রির নিস্তবদ্ধতা

ভেদ করে মগজের মেঝেতে পসরা সাজাও ?

বিষয়: বিবিধ

৭৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File