পিলখানায় রক্ত

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৫৭:২০ রাত

পিলখানা ভেসে গেল

রক্তের বন্যায়

আকাশে ধ্বনি আজো

স্বজনদের কান্নায়,

হায় হায় একি করলো

বিডিআর জোয়ানরা

সংকিত দেশবাসী

তালি দেয় শত্রুরা।

এক শ্রেনীর লোক আছে

ঝোপ বুঝে কোপ মারে

বলে নানা মন্ত্র,

দেশ যাক রসাতলে

কার কি যায় আসে

করে ষড়যন্ত্র।

আমাদের স্বাধীনতা

আজ বড় অসহায়

সমুদ্রের হাঙ্গরা

চেয়ে দেখ ডাঙ্গায়

আকাশেতে শকুনেরা

দল বেঁধে উড়ছে

রাজপথে নেকড়েরা

সদর্পে ঘুরছে।

জেগে উঠি সব আজ

এটা আজ বড় কাজ

ভূলে সব মতভেদ,

সংঘাত নয় ঐক্যের সাথে

দেশ গড়ি মিলেমিশে

মুছে সব ক্লেদ।

২৪/০২/২০১৪

বিষয়: বিবিধ

৭৫২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182359
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:৩৬
ভিশু লিখেছেন : কোনো হানাদার বাহিনী যা করতে পারেনি - সাহস তো দূরের কথা - স্বপ্নেও ভাবতে পারেনি - ২০০৯-এর হানাদার-রাজাকার বাহিনী সেই ঐতিহাসিক মর্মান্তিক হত্যাযজ্ঞটিই হওয়ার প্রত্যক্ষ বা প্রচ্ছন্ন সুযোগ করে দিয়েছে!
182365
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:১৯
তহুরা লিখেছেন :
182391
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৫
সজল আহমেদ লিখেছেন : ভাল লাগল
182459
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪২
বাংলার দামাল সন্তান লিখেছেন : ন্যবাদ ছাড়া আর কিছুই দেওয়ার নাই।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File