আল্পনাঙ্কিত আমাদের বর্ণমালা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০১:৩৫:১৭ রাত
এখন সময় কাটে অসহ্যতার মাঝে
ষড়যন্ত্রের ধোঁয়াচ্ছন্ন সবগুলো প্রহর,
আধাঁরের গহবরে হারিয়ে যাবার
কি তুমুল প্রতিযোগিতা মানুষের।
তবুও আশান্বিত তৃষ্ঞার্ত মন
চাতকের ন্যায় তীর্থের কাক,
সৃষ্টির নেশায় উম্মত্ত ছুটে চলা
আধাঁরের বুক চিরে বিচ্ছুরিত
অনাগত আলোকিত দিনের প্রত্যাশায়;
ভোরের সূর্যোদয় এখনো নির্বাসনে।
আমি হারিয়ে যাই প্রতিবাদী মানুষের মাঝে
মুষ্টিবদ্ধ হাত আকাশে উঁচিয়ে
দীপ্ত শপথ নিয়ে ঘুরে বেড়াই
নির্বাসিত ভোরের সূর্যোদয় ফিরিয়ে আনতে;
না হয় আকাশের গায়ে আল্পনাঙ্কিত
আমাদের বর্ণমালা অন্ধকারেই থেকে যাবে।
১৫/০২/২০১৪
বিষয়: বিবিধ
১১০৪ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভোরের সূর্যোদয় এখনো নির্বাসনে।
মন্তব্য করতে লগইন করুন