ফাঁসির মঞ্চে মহাবীর
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৯ ফেব্রুয়ারি, ২০১৪, ০৬:০৭:১০ সকাল
(শহীদ আব্দুল কাদের মোল্লা কে)
বাইরের তুমুল উত্তেজনা ভেদ করে
ঈশ্বরের ব্যর্থ চেষ্টায় ভিতরে সুনসান নিরবতা;
সকল প্রস্তুতি সম্পন্ন, মঞ্চ প্রস্তুত আগে থেকেই।
ঈশ্বরের ব্যর্থতা আর মানুষের সফলতায়
মহাবীর কাদের মোল্লা এসে দাঁড়ালেন
ফাঁসির মঞ্চে যথাসময়ে ।
কড়া নিরাপত্তা বেষ্ঠনীতে মৃত্যুদূত আসলেন
ঈশ্বরের নয়; মানুষের বেঁধে দেয়া সময়ে ।
তারপর মানুষ ঈশ্বরের বাণী অসার প্রমাণ করে
দেখালো-এখন মৃত্যুর ফায়সালা
আসমানে নয়;জমীনে হয়।
-----------------
বিষয়: বিবিধ
৯২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন