রক্তে বিধৌত বর্ণমালা

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ০৬ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:০২:২১ রাত

হামাগুড়ি দিতে দিতে অবুঝ শিশুর মুখ ফুটে

যখন বেরিয়ে আসে প্রথম শব্দ 'মা';

ভালোলাগে, পৃথিবীর সবসুখ

তখন প্রবাহিত হয় সর্বাঙ্গে।

আমরা আত্নতৃপ্তিতে শুনি

শিশুর মুখের প্রথম ডাক 'মা';

একদিন আমরাও মা'কে আত্নতৃপ্তিতে

ভরে দিয়েছিলাম প্রথম 'মা' ডেকে।

একটি অক্ষরেই একটি শব্দ 'মা'

বড় বেশী প্রিয় বড়বেশী আপন।

রক্তে বিধৌত আমাদের বর্ণমালা অ আ ক খ

শিখে জেনেছি মায়ের কষ্ট; কেনই বা

রক্তে বিধৌত আমাদের বর্ণমালা।

এখনো ফাল্গুন এলে মায়ের কষ্ট বহন করে

পলাশ ফুটে; রক্তাক্ত হয় কৃষ্ঞচূড়া ।

অথচ আমরা কত সহজেই ভূলে যাই

রক্তাক্ত মায়ের অস্তিত্ব; মায়ের ভাষা বাংলা।

----- ০৫/০২/২০১৪

বিষয়: বিবিধ

৯৩২ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

173555
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৪১
প্যারিস থেকে আমি লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
173559
০৬ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৩৪
জবলুল হক লিখেছেন : অনেক সুন্দর হয়েছে।
173705
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:১৩
মুমতাহিনা তাজরি লিখেছেন : অনেক সুন্দর হয়েছে।
173709
০৬ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:২০
আব্দুল গাফফার লিখেছেন : খুব ভাল লাগলো , অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File