সান্নিধ্যের সিঁড়ি
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৪ জানুয়ারি, ২০১৪, ০৫:৫৫:৩৬ বিকাল
আবর্জনা স্তুপে দাঁড়িয়ে আছে সিঁড়ি
ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছার মাধ্যম।
নিরাকার ঈশ্বর নাকি উপরে, আকাশে-বাতাসে।
ভূ-পৃষ্ঠের বিদায় লগ্নে ঈশ্বর নিজেই দাঁড়িয়ে
রেখেছেন আবর্জনা স্তুপে সান্নিধ্যের সিঁড়ি।
ভূ-পৃষ্ঠের দীর্ঘ ঘাঢ় আবর্জনা স্তুপ মাড়িয়ে সিঁড়ি
বেয়ে ঈশ্বরের সান্নিধ্যে পৌঁছার প্রাণপণ চেষ্টা।
সিঁড়ি বেয়ে যতই আকাশেপানে উঁকি দেই
দেখি মহাশূণ্য আর একে একে খসে পড়ে সিঁড়িগুলো।
একদিন ঈশ্বরের খুঁজে মহাশূণ্যে ভাসতে ভাসতে
বোধদয় হয় ঈশ্বর উপরে কিংবা আকাশে-বাতাসে নয়; ঈশ্বরে লুকিয়ে আছে ভূ-পৃষ্ঠের আবর্জনা স্তুপে ।
না হয় কিভাবে মানুষ ভূ-পৃষ্ঠের সমস্ত আবর্জনা সর্বাঙ্গে
মেখে দাবী করে সেও ঈশ্বরের সান্নিধ্যের যাত্রী ?
বিষয়: বিবিধ
১০২৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন