শরীরের ভাঁজে এখনো...

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩০ ডিসেম্বর, ২০১৩, ০৩:৫৩:২২ দুপুর

গোধুলি শেষে আলো আধাঁরি পাড়ার

গলিপথ বেয়ে খোলা দরজায় ঢুকে দেখেছি

তোমার মুখ অবয়ব।তাকাবার সাহস

হারিয়ে নিজের অজান্তে বিধ্বস্ত তুমি,

সুনসান নিরবতা ভেঙ্গে তাকাবার প্রাণপণ চেষ্টা,

চোখের পাতা সেদিন বহণ করেছিল রাজ্যের সব বহর।

দেখেছি তোমার নিরবতা আর লজ্জার মাঝে

অচেনা মায়া লুকিয়ে আছে,নিজের অজান্তে

পৃথিবীর সব লাজ লজ্জা বানের জলে ভাসিয়ে

পরিয়ে দিয়েছি কপালে জোনাকী টিপ

আর মাথায় নক্ষত্রের মুকুট।

ঘনকালো সন্ধ্যাকে বিদায় জানিয়েছি,

তুমি জ্বালিয়েছ পূর্ণিমা হ্রদয় মাঝে।

এখন আমরা কত আপন কত পরিচিত

তারপরও তোমার শরীরের ভাঁজে এখনো

দেখি লজ্জা,নির্জনতা আর মগ্নতা।

বিষয়: বিবিধ

৯৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File