দ্বন্দ্ব বাঁধে জীবণের সাথে

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২১ ডিসেম্বর, ২০১৩, ০১:১৫:৩৪ রাত

জীবণের কত স্বপ্ন হারিয়ে যায়

দ্বন্দ্ব বাঁধে জীবণের সাথে,

কখনো মিটে না তা;

তবুও মানুষ বেঁচে থাকে দ্বন্দ্বের মাঝে

দ্বন্দ্বের সাথে করে বাস।

বসে থাকে স্বপ্নের সমাধিতে

অশ্রুমুছে তাকায় আকাশ পানে

দেখে সাদা-কালো মেঘের দ্বন্দ্ব,

বৃষ্টিতেই তাদের সামাপ্তি।

শশ্মানপানে পিষ্ট প্রদর্শনে ফিরে যেতে চায়,

চোখের চাহনিতে ভীড় করে

ডানা ভাঙ্গা পাখিদের ছটফছটানি।

অজানা শক্তি পৃথিবীর সব কোলাহল মুছে দেয়,

আবার শান্ত পায়ে হাঁটে শশ্মানপানে।

ভূলে যায় সব দ্বন্দ্ব; ভীতিকর ব্যস্ততা বাড়ে,

শশ্মানের বন্ধ দরজা খুলে যায়

কার ডাকে সাড়া দেয় ?

চলে যায়। ভূলেও পিছনে

তাকাবার সময় থাকে না আর।

২০/১২/২০১৩

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File