তোরা জালেম
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৪ ডিসেম্বর, ২০১৩, ০৩:১৫:৩৩ রাত
তোরা শতশত মায়ের বুক খালি করেছিস,
চোখের জলে ভাসিয়েছিস পদ্মা,মেঘনা
যমুনার বালুচর,রক্তাক্ত করেছিস পিচঢালা রাজপথ।
বারো ডিসেম্বর আবারো কাঁদালে ষোলকোটি
মানুষেরে, রক্তাক্ত করলে শহর-বন্দর-গ্রাম।
তোরা কাপুরুষ-ভীরু। তোরা জালেম। তোরা
আবু জাহেল- ফেরাউন-নমরুদের প্রেতাত্মা।
তোরা চাস মুখের ফুৎকারে নির্বাপিত করে
দিতে দ্বীনের প্রজ্জ্বলিত মশাল। অথচ তোদের
পূর্বসূরী আবু জাহেল- ফেরাউন-নমরুদ কি পেরেছিল?
শহীদেরা মরে না। শহীদের এক একটি রক্তের
ফোটায় জন্ম নেয় অসংখ্য হাসান আল বান্না,
সাইয়্যেদ কুতুব, আব্দুল মালেক,আব্দুল কাদের
মোল্লা। শহীদেরা আমাদের প্ররণার উৎস
আর দ্বীন কায়েমের প্রাণপণ প্রচেষ্টার
মৃত্যুই আমাদের একান্ত কাম্য।
১৩/১২/২০১৩
বিষয়: বিবিধ
১০৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন