শহীদের মৃত্যু নেই

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৩ ডিসেম্বর, ২০১৩, ০৩:৪৬:৩২ রাত

(শহীদ আব্দুল কাদের মোল্লা কে)

তোমার সার্থক জন্ম পৃথিবীতে

জন্মেছিলে মৃত্যুকে সাথে নিয়ে

যেভাবে জন্ম নেয় সবাই।

আমি সাইয়্যেদ কুতুব কে দেখিনি,

হাসান আল বান্না কে দেখিনি ,

আব্দুল মালেক কে দেখিনি

আমি দেখেছি তোমাকে,

দেখেছি তোমার উন্নত শির ।

তাগুতের বৈশ্যতা পদতলে পিষ্ঠ করে

চির উন্নত শিরে দাঁড়ালে ফাঁসির মঞ্চে

মৃত্যুর আলিঙ্গন, তুমি নির্ভিক আমৃত্যু যোদ্ধা।

ক্ষণস্থায়ী পৃথিবীকে তুচ্ছ করে

জালেমদের চোখে আঙ্গুল দিয়ে

দেখিয়ে দিলে তুমি চিরন্তণ অনন্তের যাত্রী।

জালেমদের সাময়িক বিজয়

সহযোদ্ধাদের দূর্বার অনুপ্রেরণা হয়ে

দৈহিক বিসর্জনে পান করলে

শাহাদাতের অমিয় সুধা ।

যারা শহীদ তাদের মৃত্যু নেই ।

তুমি অমর হয়ে থাকবে পৃথিবীতে

প্রতিদিন পৃথিবীর আকাশে উদিত হবে

চাঁদ হয়ে সুর্য্য হয়ে,

সমুদ্রের জলরাশি হয়ে ছড়াবে

সুশীতল বাতাস

আর তোমার সহযাত্রী হতে না পারার

আফসোস করে বেড়ে উঠবে

পৃথিবীর অনাগত প্রতিটি শিশু।

১২/১২/২০১৩

বিষয়: বিবিধ

১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File