প্রতিশোধ নাও সারা দেশে
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১২ ডিসেম্বর, ২০১৩, ০১:২৯:১০ রাত
প্রতিরোধ আর নয় প্রতিশোধ নাও সারা দেশে
আম্লীগ ভারত পালাবে বানের জলে ভেসে।
মুজিব গেছে জাহান্নামে
হাসিনার পথও তাই
কুলাঙ্গার জয়েরও আর
দুনিয়াতে নিস্তার নাই।
আসছে জনগণ ধেয়ে
দেখ তুই দু'চোখে চেয়ে
ভূলবে এবার বাবার নাম,
বায়ু ছেড়ে চাইবে পালাতে
সাজাও জুতার মালাতে
বলবে সে রাম রাম।
যতই বলুক রাম রাম
হবে নাতো কোন কাম
কড়ায় গন্ডায় বুঝিয়ে দাও
শহীদের রক্তের দাম।
জেগেছে যে জনগণ মানবে না কোন চুক্তি
হাসিনার আত্মসমর্পণ তবেই জাতির মুক্তি।
১১/১২/২০১৩
বিষয়: বিবিধ
৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন