আটাশ অক্টোবর

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৮ অক্টোবর, ২০১৩, ০৫:৩০:৩৮ সকাল

এখনো মিটেনি রক্তের দাগ ঢাকার পল্টনে

দেশের রাজপথে,

এখনো আকাশে শকুনেরা উড়ছে, ঘিরে আছে রাজগোখরার দল,

এখনো কাটেনি হয়েনাদের রক্তের নেশার উম্মত্ততা।

এখনো শেষ হয়নি সন্তানহারা মায়ের আর্তনাদ,

বাকরুদ্ধ বৃদ্ধ বাবার অপলক দৃষ্টি;

ভাইহারা বোনের করুণ আরতি।

দু সময়ের দীর্ঘায়িত প্রহর শেষ হতে চায় না ,

যখন মনে পড়ে আটাশ অক্টোবর শিউরিয়ে উঠি ।

সেদিন হায়েনারা উম্মত্ত হয়েছিল রক্তের নেশায়,

লগি-বৈঠার তান্ডবলীলা দেখেছে বিশ্ববিবেক,

সেদিন হায়েনারা জীবন্ত মানুষ রাজপথে পিঠিয়ে

হত্যা করে নৃত্য করেছিল লাশের উপর,

হার মেনেছিল মধ্যযুগীয় র্ববরতা ।

আমাদের খড়গ হস্ত সম্প্রসারনের চেষ্টা ব্যর্থ হয়েছে,

আমরা দেখেছি মিথ্যার গহবরে সত্য হারিয়ে যেতে,

আমরা দেখছি ক্ষত-বিক্ষত লাশের বহর।

আমরা আর কতকাল দেখবো মানুষের লাশ?

আমরা আর কতকাল দেখবো শহীদের স্বপ্নের

এই ভূ-খন্ডটি দানবের দন্ত চর্বনে চর্বিত হতে,

আর কতকাল সময় লাগবে

আমাদের কলঙ্ক গুলো মুছতে

কিংবা আর কতকাল সময় লাগবে

আটাশ অক্টোবরের খুনীদের ফাঁসির মঞ্চে দাড়ঁ করাতে ?

বিষয়: বিবিধ

১২০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File