লগি-বৈঠার তান্ডব লীলা
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২১ অক্টোবর, ২০১৩, ০৩:২২:০৫ দুপুর
আজো মনে পড়ে লগি-বৈঠার তান্ডব লীলা
আঘাতের পর আঘাতে ক্ষত-বিক্ষত
রক্তাক্ত নিতর দেহের উপর নৃত্য।
সেদিন রক্তের নেশায় ওম্মত্ত হয়েছিল
হায়েনারা পল্টনে,ঢাকার রাজপথে সর্বত্র;
এ যেন প্রাগৈতিহাসিক পৈশাচিক বর্বরতা ।
স্মৃতির পাতায় ভর করে দেখি-
শহীদ মুজাহিদ,জসিম,শিপনের নিতর দেহ
পিচঢালা রাজপথে। তারা গিয়েছিল
আধাঁরের বুক ছিড়ে আলো ছিনিয়ে আনতে।
একটি অধ্যায়ের যবনিকাতে আজ আবার
রচিত হতে হতে চলছে আরেকটি অধ্যায়;
দীর্ঘ সাত বছরের পথ পাড়ি দিয়ে দেখি-
শহীদ মুজাহিদরা নিঃশেষ হয়নি;
অসংখ্য আলোকোজ্জ্বল প্রদীপ্ত যুবকেরা
দীপ্ত শপথে জেগে উঠছে শহর-বন্দর-গ্রাম সর্বত্র।
এবার বুঝি প্রতিশোধের পালা
হয়তো তারা আধাঁরের বুক ছিড়ে
আলোর বিষ্ফোরন ঘটাবে
না হয় শামিল হবে শহীদী মিছিলে।
বিষয়: বিবিধ
১৮৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন