মৃত্যুর চেষ্টারত একলোক

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৩ সেপ্টেম্বর, ২০১৩, ০২:১৫:১৯ রাত



জনমানহীন কোন এক গলিপথে মৃত্যুর চেষ্টারত একলোক

মাঝেমাঝে ডাষ্টবিনের মশা-মাছি তার মৃত্যুর চেষ্টা

ভেঙ্গে দেয় ।

হন্তদন্ত এক পথচারীর চকিত চাহনি,কল্পিত ভাবনা-

লোকটি এখনো জীবিত আছে।

পাশে যেতে না যেতেই আবারো মশা-মাছি তার মৃত্যুচেষ্টা ভেঙ্গে দেয়।

পথচারীর কল্পিত প্রশ্ন- আপনি তাহলে জীবিত ?

-জানি না ।

তারপর লোকটির কন্ঠে গুন গুন স্বর ভেসে আসে-

জীবিতের অভিনয়ের চেয়ে মৃত্যুচেষ্টা শ্রেয়।

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File