অজানা চিরন্তন গন্তব্যে
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ৩১ জুলাই, ২০১৩, ০৬:০১:৫৬ সকাল
যখন আমি মরে যাবো বিলাপ করো না
শুনবে বিষন্ন কোন ঘন্টা ধ্বনি
হয়তো মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে,
পৃথিবীটা কে জানিয়ে দিও
আমি পালিয়ে গেছি অজানা চিরন্তন গন্তব্যে।
তোমার ভালবাসার জন্য পরোয়ানা জারি হয়েছিল
ফেরারি বেশে ঘুরে বেড়িয়েছি নিঃসঙ্গ মরু প্রান্তরে,
পৃথিবীটা আমার দিকে তাকায় স্বশব্দ কান্না শুনে
আর তুমি উপহাস করেছিলে।
যখন তুমি পড়ছ এই পংক্তিমালা
তখন সম্ভবত আমি বাস করছি কাঁদা মাটির সাথে,
বিলাপ করো না পৃথিবীটা কে জানিয়ে দিও
আমি পালিয়ে গেছি অজানা চিরন্তন গন্তব্যে।
বিষয়: বিবিধ
১২১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন