আধাঁরের গভীরে
লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২৬ মে, ২০১৩, ০৩:০১:৪৬ রাত
ফিরে দেখা পথে হাঁটি
সুখগুলো স্মৃতি হয়ে হাঁটে
দুঃখ সঙ্গমে হারিয়ে গেছে সুখগুলো
সময়ের দ্রুতগতিতে হারিয়ে গেছে
ভোরের সূর্যদয় ,শিশির সিক্ত ভোর
কিংবা রোদেলা দুপুর;
বিদ্যুৎ গতিতে শেষ হল ভোরের সুর্যদেখা
মাথা ফিরাতেই সায়াহ্ন দেখে ছানাবড়া চোখ
দেখতে দেখতে গোধুলি পেরিয়ে সুর্য অদৃশ্য হল
পৃথিবী হামাগুড়ি দেয় আধাঁরের মাঝে ।
পাশবিকতার নির্মম ছোবলে মুর্মূষু মানবতা
মানুষ আর পশু একাকার;
নিমজ্জিত আধাঁরের গভীরে,
আমি জেগে আছি রাত্রির গুহায়
রাত্রি যত ঘনিভূত হয়
আমি তত নীলাভ আভা দেখি পূর্বাকাশে
ভোরের সোনালী সূর্যদয়ের।
বিষয়: বিবিধ
১২২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন