প্রতিবাদী অর্ধভূমিষ্ঠ শিশু

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ১৫ এপ্রিল, ২০১৩, ০৩:৪৩:১১ দুপুর

আতুঁরঘরে অর্ধভূমিষ্ঠ শিশুর

ধিক্কার আওয়াজ শুনি

যারা তার মায়ের রক্তে হুলি খেলে

টুটি চেপে ধরে প্রতিবাদী কণ্ঠস্বর ।

প্রতিবাদী অর্ধভূমিষ্ঠ শিশুর পাশে ফুলের তোড়া

শ্লোগানে মুখরিত চর্তুপার্শ্ব ।

আষ্ঠেপৃষ্ঠ বেরিয়ে আসে দু'টো হাত

কান চেপে ধরে সে ,

তবুও শুনতে পায় মুর্মূষু মানবতার মৃত্যু যন্ত্রনা,

বাকরুদ্ধ অধিকার বঞ্চিত মানুষের আর্তনাদ,

নারী-শিশু-বৃদ্ধের আহাজারিতে

প্রকম্পিত আকাশ-বাতাস।

প্রতিবাদী অর্ধভূমিষ্ঠ শিশু হামাগুড়ি দেয়

চলে যেতে চায় প্রতিবাদী মানুষের মাঝে

অথচ সে জানে না একটু পরেই সে চলমান জানোসাইডের শিকার হবে;

কারণ এখনো তার নাড়ী কাটা হয়নি।

বিষয়: বিবিধ

৯৬৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File