এ কেমন মানবতা?????

লিখেছেন লিখেছেন উদার আকাশ ও মন ১৭ মার্চ, ২০১৩, ০১:১৩:০৭ দুপুর

বাংলাদেশ এমন একটি দেশ যে দেশের মানুষ একে অন্যের ধমকে শ্রদ্ধা করে যা পৃথীবীর অন্য কোন দেশে নেই এমকি ভারতেও না। এরকম এক সাম্প্রীতির দেশটাকে বিশের দরবারে ভিন্নভাবে উপস্থপনের জন্য উঠেপড়ে লেগেছে আমাদের দেশের তথাকথিত মানবাধিকার কমিশন, এবং তাদের ঘরনার একচোখা মিডিয়ারা।

১। সাম্প্রতিক সময়ের অনাকাংখিত পরিস্থিতিতে দেশের কয়েকটি জায়গায় হিন্দুদের বাড়িতে এবং উপসানলয়ে হামলার ঘটনা ঘটেছে একই সাথে ১৫৭ জন মানুষ মারা গেছে। যা বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম এই অমানুষিক পুলিশী হত্যার ভিডিও গুলো আমাদের মনের গভীরে নাড়া এবং ব্যথীত করে উপসানলয়ে হামলার ঘটনা।

২। সহিংসতায় যে মানুষগুলো মারা গেল তারা যেন এ দেশের কোন নাগরিকই না এমন একটি ভাব লক্ক করা যাচ্ছে সরকার ও মিডিয়ার নিকট যা অভাবনিয়।।

৩।স... মন্ত্রী ঘাদানিক সভাপতি শাহরিয়ার কবির ও মানবাধিকার চেয়ারম্যান মিজানুর রহঅমান গিয়েছিলেন বাশখালীর মন্দির পরিদরশ্ন করতে আমি তাদের সাগত জানাই কিন্তু একই দিনে ৫৭ মানুষ হত্যার পর একটা বিব্রতিও দেননি তথাকথিত মানবাধিকার কমিশন বা সরাস্ট্রমিমি. কেন???

তারা জামাত-শিবির এজন্য???

তারা কি এদেশের নাগরিক নয়????

হিন্দুদের প্রতি দরদ দেখিয়ে ভারতকে খুশি করতে চাচ্ছেন???

মানুষকে মানুষ ভাবতে শিখুন

আমার দ্রষ্টিতে একবিংশ শতাব্দীর শ্রেষ্ট মানবতাবিরোধী অপরাধ করছেন বতমান সরকার আপনারা কি আমার সাথে একমত????????

বিষয়: বিবিধ

১১৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File