পুলিশের লগে আমার মাইয়ার বিয়া দিমুনা

লিখেছেন লিখেছেন মবকল ২৬ মার্চ, ২০১৩, ১২:৩২:১৫ রাত

বরতমানে আমাদের দেশের সবচেয়ে ঘৃণ্য ও জঘণ্য বস্তু পুলিশ। ঘরে বসে

আমরা যতটা জঘণ্য ভাবি পুলিশকে মাশাআল্লাহ তাদের প্রতি ঘৃণ্যতাটা জনগনের আরও বেশি। পঁচিশ বছরেও যে সুনাম তারা কামাতে পারেনি বিগত চার বছরে তার চেয়ে হাজার গুনে বেশি কামিয়েছে। না, শুধু সুনাম, সুখ্যাতি নয় তারা টাকা পয়সাও কামিয়েছে যথেষ্ট, যেন বাকি জীবনটা বসে বসে খেয়ে কেটে দিতে পারে। ও হ্যা, আর একটি বড় পাওয়া তাদের জাতি সংঘ শান্তি মিশন থেকে বহিস্কৃত। এখন কেউ খারাপ কাজ করলেই পুলিশের উদাহারন দিয়ে থাকেন। দুই জনের মধ্যে ঝগড়া মারা মারি দেখে তৃতীয় জন বলছেন- ‌‌‌‌‌‌‌‌হালারা মানুষ না পুলিশ, আমি একজনকে জিজ্ঞেস করি, কেন ভাই পুলিশরাকি মানুষ নয়? লোকটা উত্তর দিল, পুলিশ তো এখন হিংস্র জানোয়ার, ওদেরকে মানুষ বললে প্রকৃত মানুষকে অপমান করা হবে। কোন মানুষ কি নিরবিকারে পাখির মতো গুলিকরে শত শত মানুষ মারতে পারে?পুলিশ তা পারে। পাখি মারাওতো দন্ডনীয় অপরাধ বলে আমরা জানি, পুলিশের মানুষ মারলেও কোন অপরাধ হয়না, কারন জানোয়ারদের আইন আদালত বলতে কিছু নেই দেশে। বাড়ির পাশে ময়নাদের বাড়িতে লোকজনের সমাগম দেখে এক পা-দু পা করে ভিতরে গেলাম, দেখি ময়নাকে বর পক্ষের লোকজন দেখতে এসেছে। তাদের নাস্তা খাওয়া প্রায় শেষ, সে সময় আমি উপস্থিত আমাকে বসতে বললে আমি বসলাম। কথা বলতে বলতে এক সময় মেয়ের চাচা জিজ্ঞেস করল তো-ছেলে কি করেন?তাদের একজন বলে উঠলেন ছেলে পুলিশের চাকরী করেন। মেয়ের বাবা লাফ মেরে উঠে বললেন, আপনারা আসতে পারেন, আমার মাইয়ার লগে পুলিশের বিয়া দিমুনা। কেন দিমুনা সেই ব্যাখ্যা আমি দিতে পারমুনা। অবশেষে তারা ফিরে যতে বাধ্য হল। আমি ভাবলাম,পুলিশের প্রতি মানুষের ঘৃণা যে চরম আকার ধারন করেছে, সেটা কি পুলিশেরা জানেন।

বিষয়: বিবিধ

১৬২৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File