এপ্রিল ফুলের প্রকৃত ইতিহাস আসলে কি ?
লিখেছেন লিখেছেন রফিক আল জায়েদ ০১ এপ্রিল, ২০১৩, ০৩:০৫:৩২ রাত
"একদা স্পেন আমাদের ছিল। সভ্য ইউরোপও ছিল আমাদেরই। খাক ও খুনের অগ্নিপরীক্ষা দিয়ে আমরা তা জয় করেছিলাম। দীর্ঘ আট'শ বছর পর রক্ত অশ্রু ও হাহাকারভরা এক দুর্দিনে মুসলমানেরা ইউরোপছাড়া হন। শাসকদের অবহেলা দুর্নীতি আর বিলাসিতার সাথে এ পতনে জরিয়ে ছিল সেতারের রাগিনী নুপূরের নিক্কন আর ছলনাময়ী রূপসী কন্যা।" (স্পেনের রূপসী কন্যা)
এপ্রিল ফুল পালন করে বিশ্বকে নিজের অজান্তেই জানিয়ে দিচ্ছে মুসলমানরা বোকা হলেও বিশ্বাসঘাতক নয়। আর এই এপ্রিল ফুল যে সত্যিই মুসলমাদের সাথে ঘটেছিল, ঐতিহাসিকভাবে নির্ভরযোগ্য কোন বর্নণা আছে কি ?
এপ্রিল ফুল ডে
২০০১
সালে ডেনামার্কের
কোপেনহেগেনে এপ্রিল
ফুল
ডে উপলক্ষ্যে রাস্তা সৃষ্টি করা
একটি স্থাপত্য।
অপর নাম
All Fools' Day
ধরন
সাংস্কৃতিক
তারিখ
১লা এপ্রিল
পালন
কৌতূক
এপ্রিল ফুল
ডে (ইংরেজি:April
Fools' Day) প্রতিবছর
এপ্রিল
মাসের প্রথম দিন
পালিত
হওয়া একটি দিবস।
মাঝে মাঝে একে অল ফুলস
ডে
বলে উদযাপন করা হয়।
ইতিহাস
ইরানে পার্সি ক্যালেন্ডার
অনুসারে নববর্ষের
১৩তম
দিনে আনন্দ
মজা করা হয়। এই
দিন গ্রেগরিয়ান
ক্যালেন্ডারে ১লা এপ্রিল
ও
২রা এপ্রিল সদৃশ্য।
ঐতিহাসিকদের মতে,
১৫৬৪
সালে ফ্রান্সে নতুন
ক্যালেন্ডার
চালু করাকে কেন্দ্র
করে এপ্রিল
ফুল ডে'র সুচনা হয়। ঐ
ক্যালেন্ডারে ১লা এপ্রিলের
পরিবর্তে ১লা জানুয়ারীকে নতুন
বছরের প্রথম দিন
হিসেবে গণনার
সিদ্ধান্ত
নেয়া হলে কিছু লোক তার
বিরোধিতা করে।
যারা পুরনো ক্যালেণ্ডার
অনুযায়ী ১লা এপ্রিলকেই
নববর্ষের ১ম দিন
ধরে দিন
গণনা করে আসছিল,
তাদেরকে প্রতি বছর
১লা এপ্রিলে বোকা উপাধি দেয়া
হতো। ফ্রান্সে পয়সন দ্য
আভ্রিল
(poisson d'avril) পালিত
হয়
এবং এর সাথে সম্পর্ক
আছে মাছের। এপ্রিলের
শুরুর
দিকে ডিম ফুটে মাছের
বাচ্চা বের হয়। এই শিশু
মাছগুলোকে সহজে বোকা বানিয়ে ধ
রা যায়। সেজন্য তারা ১
এপ্রিল
পালন করে পয়সন দ্য
এভ্রিল
অর্থাৎ এপ্রিলের মাছ।
সে দিন
বাচ্চারা অন্য
বাচ্চাদের
পিঠে কাগজের মাছ
ঝুলিয়ে দেয়
তাদের অজান্তে। যখন
অন্যরা দেখে তখন
বলে ওঠে পয়সন দ্য
আভ্রিল
বলে চিৎকার করে।
কবি চসারের
ক্যান্টারবারি টেইলস
(১৩৯২)
বইয়ের নানস প্রিস্টস
টেইল এ
এই দিনের
কথা খুজে পাওয়া যায়।
(উইকিপিডিয়া)
বিষয়: বিবিধ
১৪২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন