আমি যদি রাষ্ট্রপতি হতাম !!!
লিখেছেন লিখেছেন রফিক আল জায়েদ ২১ মার্চ, ২০১৩, ০৭:০৭:২৪ সন্ধ্যা
বাংলাদেশের রাষ্ট্রপতি মৃত্যুবরণ করায়, রাষ্ট্রপতির স্থলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করা হবে। অনেকের নামই তো দেখলাম, কিন্তু এত মানুষের ভীড়ে নিজের নামটি না দেখতে পেয়ে আমি হতাশাগ্রস্থ হয়ে পড়েছি। দেশ বুঝি অনেক কিছুই হারাল। কোন এক জ্ঞানী লোক বলেছিল, 'যে দেশে জ্ঞানের মর্যাদা নেই সেখানে জ্ঞানী জন্মাতে পারে না।' পাঠক ভাবছেন আমি কি করব ? আমি রাষ্ট্রপতি হলে কত আরামে থাকব বুঝতে পারছেন ?
দেশের জন্য চিন্তা পর্যন্ত করতে হয় না। যা ভাবার সব প্রধানমন্ত্রী আর দলের লোকেরা যা ভাববে তাই শুধু বলতে হবে। তাই পদটার জন্য আমারও একটা আবেদন রইল।
আসল কথায় আসি আমাদের দেশে যে, রাষ্ট্রপতি হবে সে যেন অন্তত নিজস্ব মত প্রকাশের স্বাধীনতাটুকু পায়। নতুবা এমন পদ পেয়ে একটি দলের গোলামী করার চেয়ে স্বাধীনভাবে ভিক্ষা করা শ্রেয়।
বিষয়: রাজনীতি
১৪৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন