সংসদ তুমি কার ???
লিখেছেন লিখেছেন রফিক আল জায়েদ ০১ জুলাই, ২০১৩, ১০:৪১:৩৯ সকাল
যে সংসদে উচ্চারিত হওয়ার কথা ছিল দেশ ও দশের। সেখানে এখন নিষিদ্ধ পল্লীর ভাষার পাঠশালা খোলা হয়েছে। যে সময় নষ্ট করে এই নিষিদ্ধ পল্লীর ভাষা আয়ত্ব করেছেন সাংসাদরা। তা যদি জনকল্যানের চিন্তায় ব্যয় করতেন, তাহলে সরকার যেমন তার প্রতিশ্রুত ওয়াদা রক্ষা করতে পার তেন।আর বিরোধী দলও হয়ে উঠত সহযোগি দল হিসেবে।মেঘনা পাড়ের করুণ আর্তনাতে যখন আকাশ বাতাশ ভারি সেখানে সংসদে শ োকের মাতম ছিল সময়ের প্রথম চাহিদা। কিন্তু তা আমরা দেখতে পেলাম না। আমরা নতুন প্রজন্ম কি শিখছি, বলতে পারেন ? যখন কেউ বলে যে আজকের শিশুরা মুজিব অথবা জিয়ার আদর্শে দেশকে ভালবাসত ে শিখবে। তবে কে শিখাবে সে আদর্ শ ? কাদের কাছেই বা রেখে গেছে তাদের আদর্শ। ওহে! সাংসদ, তোমরাই কি তাদের আদর্শ ধারণ করতে পেরেছ ? তাহলে শিখাবে কি করে ? আমরা নতুন প্রজন্ম আর তোমাদের এই কার্যকলাপ দেখতে চাই না।
বিষয়: রাজনীতি
১৩৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন