বাবার চোঁখে জল ! (আমার কিছু স্মৃতিকথা)

লিখেছেন লিখেছেন রফিক আল জায়েদ ২৫ মে, ২০১৩, ১০:৪৪:০০ রাত

আমি বাবাকে কখনও

কাঁদতে দেখিনি।যত

শোকের ও

হৃদয়বিদায়কই হোক

শুধু একটু মন খারাপ

হওয়া ছাড়া।

তবে মুনাজাতে অনেক

কাঁদতে দেখেছি।

প্রতিবার যখন

বাড়ী থেকে বের হই,

মা দুচোখের অশ্রু

প্রবাহ ছাড়া বিদায়

দিয়েছে কিনা মনে পড়ে

না।খুব ছোট সময় যখন

বাড়ী থেকে বের হতাম

প্রায় ২ কিলো পথ

পাড়ি দিয়ে নৌকাঘাটে প

ৌছিয়ে দিতেন আর

আঁচল দিয়ে বার-বার

চোখ মুছতেন কখনও

সে কান্না শব্দ

হয়ে বের হত। আর

আমি চেয়ে চেয়ে দেখতা

ম আর

নৌকা গাড়ীতে ভ্রমনের

চিন্তা করতাম।

গন্তব্যে পৌছে সপ্তাহ

খানেক

মাকে মনে করে কাঁদতা

ম নিজেও যে গত

সপ্তাহের সাতদিন

আলাদা করে ভাবতাম।

এখন আমি আর

সেভাবে ভাবিনা কিছুই

।আজও মা আগের

নিয়মই বজায় রেখেছে।

আসলে বাবাকে আজ

প্রথম কাঁদতে দেখলাম

তাঁর সন্তানের জন্য।

হয়ত আগেও কাঁদত

আমার

অগচরে লুকিয়ে লুকিয়ে

যা আমি দেখিনি। বাবা!

তুমি অনেক ভাল থেক

।অনেক ভাল থেক।

মহান আল্লাহ

তোমাকে ও মাকে তাঁর

অনুগ্রহের ছায়ায়

আশ্রয় দান করুন।

তোমাদের নেক হায়াত

কামনায়.............

বিষয়: বিবিধ

১৪৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File