এখন থেকে নতুন করে লিখব
লিখেছেন লিখেছেন রফিক আল জায়েদ ১৩ মে, ২০১৩, ০৬:৪৩:০৫ সন্ধ্যা
চারদিকের দৃশ্যগুলো বড়ই বেদনাময়। কখনও হত্যা, হরতাল, হতাহতের দৃশ্যগুলো ভেষে ওঠে। আমাদের দেখা ছাড়া কোন কিছুই করার নেই। মৃত্যু হলে রাজনীতির নতুন গুটিতে রুপান্তরিত হয় লাশটি। আর দর্শক হলে তো আরও বড় বিপদ সংকেতে থাকতে হয় তাকে।বাংলাদেশের নোংড়া রাজনীতি যেমন বুঝি না, আর যতটুকু বুঝি তা শুধুই ক্ষমতা দখলের রাজনীতি যেখানে জনগণ শুধুই একটা গুটি মাত্র। থাক ওসব কথা বলে আর কি লাভ ?
আজ পৃথিবীতে মানবতা শুধু ইসলাম বিদ্বেষীদের জন্য সংরক্ষিত। মুসলমাদের জন্য তা দানবে পরিণত হয়। ব্লগে রাজনীতি নিয়ে কিছুই তো লিখি না, তবুও মেঝ ভাই কল করে সতর্ক করে দিয়েছে যে উল্টা-পাল্টা যেন কিছু না লিখি। যা দেশের পরিস্থিতির বিপরীত না যায়। কোন প্রশ্ন করার সাহস হয়নি। কারণ জানি আমাকে এতবেশি ভালবাসে বলেই এ সতর্ক বার্তা। ভাইয়ার সাথে এখন আর বেশি কথা হয় না, শুধু মাসের শেষে ছাড়া। তাই এখন থেকে পরিবারের সাথে কাটানো সময়ের স্মৃতিগুলো নিয়ে লিখব। যেখানে উঠে আসবে আমার শৈশবের গ্রাম্য স্মৃতি। মাকে নিয়ে আঁকব স্মৃতির আয়নার কিছু প্রতিচ্ছবি। তারপর একেএকে আসবে পরিবারের সবার কথা। কষ্ট করে পড়ার জন্য আমি সবার কাছে কৃতজ্ঞ।
বিষয়: বিবিধ
১৫৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন