সাদা শাপলা আজ রক্তে রঞ্জিত

লিখেছেন লিখেছেন রফিক আল জায়েদ ০৬ মে, ২০১৩, ১০:২৫:৫৫ সকাল

রক্তে বিধৌত শরীর নিয়ে ক্ষমতাকে যারা দীর্ঘায়িত করার স্বপ্নে বিভোর, তাদের সাথে সমঝোতার প্রশ্ন করা অবান্তর। আওয়ামিলীগের হাতে যে রক্তের দাগ তা মুছবে কি দিয়ে ? তারা হয়ত ভাবছে গঙ্গা জলে স্নান করে সিদ্ধি লাভ করবে!

আমি ভয়াল ২৫ মার্চে পাকিদের কুতসিত্‍ রুপ দেখিনি। কিন্তু ৬মে ২০১৩ তে কুত্তালিগের বিবত্‍স রুপটা দেখলাম। স্বাধিন দেশে আমার স্বাধীনতা কোথায় ? আওয়ামী গোলামী করা করা ?

আমি ঘৃণা করি ঐসব ক্ষমতা লিপ্সুদের যাদের কারণে আর যাদের হাতে রক্তে রঞ্জিত শাপলা চত্তর। সাদা শাপলাটা আজ রক্তে রঙিন হয়েছে শহীদের রক্তে। চারদিকে শুধু রক্তের ঘ্রাণ বেরুচ্ছে। আওমীদের মুখে রক্তের দাগ থেকে কী বিচ্ছিরি গন্ধ বের হচ্ছে! লাশ গুমের মহাউত্‍সবে ব্যস্ত সরকার। এ দেশে ক্ষমতার পালা বদল হবে কিন্তু হবে কি এই শহীদদের রক্তের বিচার ? হবে না।

৭১-এ যেমন পাকিরা রক্ষা পায়নি, আর আওয়ামী কী রক্ষা পেয়ে যাবে ?

তবে আজকের রাতের কুতসিত তাণ্ডব ইতিহাসের পাঠকেরা ঘৃণাভরেই জানতে পারবে। দেখি ! আগামী দিনগুলো কি রচনা করে ডিজিটাল নাস্তিকের আওমী সরকার !!!

বিষয়: রাজনীতি

১৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File