কে বলে স্বাধীনতা নেই এখানে
লিখেছেন লিখেছেন অভিযাত্রী ১৬ মার্চ, ২০১৩, ০২:৩৮:৫৭ রাত
কে বলে স্বাধীনতা নেই এখানে
কে বলে গণতন্ত্র নেই এখানে
যে বলে মূর্খ ছালা / নয়তো হালায়
চোখে দেখেনা চশমা বিনে ।।
এখানে স্বাধীনতা চুরি গেলেও চুর যে স্বাধীন
আমাদের গণতন্ত্র গুলি খেলেও বুলেট স্বাধীন
এখানে স্বাধীন ভাবে কান্না-কাটি
সব হারাদের ভিটে-মাটি
স্বাধীন ভাবে জবর দখল করছে যে ক্ষমতাবানে ।।
এখানে দেশ বিরোধী তৎপরতার শক্তি স্বাধীন
এখানে মির জাফরী মৌচা গড়ার পথ যে স্বাধীন
আমাদের ডুবা-নালা খালে-বিলে
মানব দেহের লাশও গলে
স্বাধীন ভাবে সেই না লাশের গন্ধ স্বাধীন সমীরনে ।।
আমাদের সিংহাসনে চলছে স্বাধীন তাবেদারী
চাটুকার ধামাধরা করছে স্বাধীন খবরধারী
এখানে সৎ লোকেরা আজ পরাধীন
বাটপারেরা মুক্ত স্বাধীন
বিচারপতি পয়সা পেলে স্বাধীন বিবেক বিসর্জনে ।।
বিষয়: সাহিত্য
১২৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন