আমি কোথায় ছিলাম, বর্তমানে কোন অবস্থানে, আমার শেষ গন্তব্য কোথায় ?

লিখেছেন লিখেছেন হুবেব রাসুল ১৪ মার্চ, ২০১৩, ০৬:৩৫:৩৫ সন্ধ্যা

আচ্ছালামু আলাইকুম,

সকলকে আমার সালাম, একরাশ রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা জানিয়ে আল্লাহ ও তার রাসুলের প্রতি দুরুদ ও সালাম প্রেরনের মাধ্যমে আমার আলোচনা শুরু করলাম।

আমার শিরোনাম "আমি কোথায় ছিলাম । যদি কোন ব্যক্তি এর সঠিক পথ খুজে পেতে চায় তাহলে আমি তাকে বলব সে যেন পবিত্র কুরআনের প্রথম নাজিল কৃত সুরা আলাকের প্রথম ৫ আয়াত তাফসীর সহ পড়ে নেয়।আরো জানতে চাইলে সে যেন সুরা মুমিনুন এর ১৩,১৪ ১৫ আয়াত ব্যাখ্যা সহকারে পড়ে নেয়।বলবেন যে আমি তো কুরআন পড়তে পারিনা।আমি আপনাকে প্রশ্ন করব আপনি মুসলমান কিনা ? আপনি মুসলমান !! অথচ আপনি কুরআন পড়তে পারেন না ? আমার মনে হয় আপনি ইংরেজী জানেন ? ওটা কেন শিখলেন ? পেটের দায় ? তাহলে আমি আপনাকে আমার একজন উম্মতে মোহাম্মাদী ভাই এর দোহাই দিয়ে বলব যে আপনি আজ হতে এই লেখা পড়ার পড়ে জান্নাতে যেতে চাইলে কোন একজন ভালো কুরআন জান্নেওয়ালা আপনার মনপুত: লোকের কাছে কুরআন শিখুন এবং সেই আপনাকে বলে দিবে সুরা আলাক ও সুরা মুমিনুন এর অর্থ ও তাফসীর । তখন আপনার বুঝে আসবে আমরা কি করতেছি আমাদের কি করা দরকার।আপনার বুঝে আসবে শাহবাগীরা যা করতেছে বাংলা এই উম্মতে মোহাম্মাদীর কোন কল্যান আছে কিনা ?? যদি না থাকে তাহলে সকল পুরুষ ছেলেরা ভেড়ার মত বসে বসে হাত উচিয়ে গলা ফাটিয়ে চিতকার করা মেয়ে মানুষের ডাকে সারা দিয়ে মিসিল কর !! লজ্জা করে না হে পুরুষের জাতি! তোদের বিচি আছে কিনা সন্দেহ !! তোরা পার না মাইক নিয়ে চিতকার করতে ! তোদের পুরুষত্ব কোথায় ? শাহবাগে কত জন নাস্তিক এসেছিল আমার জানা নাই তবে আমি এতটুকু বলতে পারি যে, শতকরা ৮০% লোক আস্তিকের সন্তান। এই হল আপনাদের আস্তিদের ঈমানের পরিধি।৪০ বছর আগে যে বিচার আমাদের জাতির পিতা ( পবিত্র কুরআনে জাতির পিতা বলা ইব্রাহীম (আHappy কে এখন আমাদের ঈমান রক্ষার্থে কাকে জাতির পিতা মানবো ) শেখ মজিবুর রহমান শেষ করে গিয়েছেন। তা আবার তার মেয়ে শুরু করেছে। জানি না উনি জাতিকে কয় ভাগে বিভক্ত করতে চান ? নাকি দেশ টাকে পুরা ভারতের কলোনি বানাতে চান? এর শেষ কোথায় ? কিভাবে শেষ করবেন ? আপনার আওয়ামীলেগর ঘরে জন্ম নিয়েছে জামায়াত কোথায় তাকে ফেলে দিবেন ? কবর দিবেন ? কয় জনকে কবর দিবেন ? জেলে ভরবেন কয়জনকে জেলে ভরবেন ? কতদিন সরকারী খাবার খাওয়ানোর যোগ্যতা আপনার আছে। সময় নেই আমার হাতে। তাইবলে যাচ্ছি দেশকে ইচ্ছাকৃত ভাবে সংকটের মুখে ঠেলে দিয়েছেন এখনও সময় আছে যে আগুন জালিয়েছেন নিজ হাতে নিবান অন্যথায় সে আপনাকে জালিয়ে দিবে।

বিষয়: বিবিধ

১২৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File