কোথায় তোমার সীসা ঢালা প্রাচীর?

লিখেছেন লিখেছেন ইমরান আল আহসান ০৫ আগস্ট, ২০১৪, ০৮:৫২:৪৪ রাত

এদিকে আকাশ কালো মেঘে ঢাকা, অস্বস্তিকর

এ মেঘ বৃষ্টি দেয় না

বয়ে আনে হিংস্র বোমার লক্ষ স্প্রিন্টার,

ভেদ করে হৃদয়, বুক এফোঁড় ওফোঁড়

গ্রেনেডের আঘাতে উড়ে যায় মাংসের টুকরা

কি সস্তায় হয়ে যায় কাবাব।

লক্ষ স্বপ্নের মৃত্যু, ঘুমিয়ে বিশ্ব বিবেক

জাগেনি কখনও জাগবেনা কভু

যতই হও নিঃশেষ।

ওহে মুসলিম, জানবাজ প্রাণ

কোথায় তোমার সীসা ঢালা প্রাচীর?

তোমার শরীরে কি নেই রক্ত খালিদের?

তুমি কি নও উত্তরসূরী তারেক বিন যিয়াদের?

তোমার হৃদয়ে কি নেই স্মৃতি বদরের?

জাগো মুসলিম জাগো, বাতিলের বুকে ধরিয়ে কাঁপন

মুক্তির অসিলা হোক, তোমার আমার বন্ধন।

২৮.০৭.২০১৪, সোমবার, সকাল ৬.৩০ টা

বিষয়: সাহিত্য

১১৭৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

251271
০৫ আগস্ট ২০১৪ রাত ১০:০৯
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : অনেক ভালো লাগল। ধন্যবাদ.।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File