হে কান্ডারী
লিখেছেন লিখেছেন ইমরান আল আহসান ২৮ মে, ২০১৪, ১০:০০:২৩ রাত
চারিদিকে অন্ধকার
ঘন, কালো মেঘের অশনি সংকেত
এর মাঝে কিছু শকুনের দল
ছিঁড়ে ছুড়ে ফেলার প্রতীক্ষায়
আমার স্বপ্ন, তোমার প্রতিজ্ঞা, এ সমাজ।
পথের ধারে রুগ্ন-ক্লিষ্ট মানবের
একটি ভাঙ্গা ঘর
ভীত, কম্পিত, অস্ফুট হাহাকার
বুকের ঢিব ঢিব শব্দ ক্রমেই
শান্ত হয়ে যায়, নিঃশব্দে থেমে যায়।
তবুও তোমার হে কান্ডারী
পথ চলা হয়না শেষ, আর কত দেরী?
তোমার মশালের অপেক্ষায়
জনতার চোখে করুণ চাহনি
কবে হবে মুক্তি?
হে কান্ডারী, দ্রুতপদে এসো তবে
নবযাত্রা বিলম্বিত যে হয়।
শনিবার, ২৪ মে, ২০১৪, রাত ১২.৩০
বিষয়: বিবিধ
১০৫২ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন