দলীয় কর্য্যালয়ে পুলিশি অভিযান ঃ একটি মন্দ উদাহরণ
লিখেছেন লিখেছেন আবরণ ২৫ মার্চ, ২০১৩, ০১:৩০:৪৫ দুপুর
বি এন পি কার্য্যালয়ে পুলিশি অভিযান এবং শতাধিক নেতাকর্মীকে গ্রেফতারের মাধ্যমে ক্ষমতাসীন সরকার একটি মন্দ উদাহরণ তৈরী করেছে, যা' আগামী দিনে বাংলাদেশের রাজনীতিতে ব্যবহৃত হতে পারে। পুলিশ শুধু একটি শীর্ষ রাজনৈতিক দলের কার্য্যালয়ে হানা দিয়েই ক্ষান্ত হয়নি- মহাসচিবের কক্ষসহ বেশ কিছু কক্ষ হাতুড়ি দিয়ে পিটিয়ে ভেঙ্গেছে । সংবাদ মাধ্যমে প্রকাশ বেশকিছু দলীয় মূল্যবান কাগজপত্র, টিভি ফ্রিজ, এয়ার কুলার, কম্পিউটার সহ নগদ অর্থও তারা লুটে নিয়ে গেছে। বিএনপি নেতারা পরবর্তীতে লুটে নেওয়া অর্থ ও জিনিষপত্র ফেরৎ দেওয়ার দাবী জানিয়েছে। এই পুলিশি অভিযানের যৌক্তিকতার প্রশ্নে সরকার দলীয় নেতৃবৃন্দের ভিতরেই মতবিরোধ রয়েছে। পুলিশের এই অভিযানের ব্যপারে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহমুদুল আলম হানিফ তার অসন্তষ্টির কথা প্রকাশ্যেই জানিয়েছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'রাজনৈতিক দলের নেতাদের এ ভাবে আটক করা প্রত্যাশিত নয়।' পক্ষান্তরে স্বরাষ্ট্র মন্ত্রী ম খা আলমগীর প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, রাজনৈতিক বা অরাজনৈতিক যে গোষ্ঠিই হোক না কেন, যদি তারা হরতালের নামে বোমা ফেলার স্পর্ধা দেখায়, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ পদক্ষেপ নেবে। আইন প্রয়োকারী সংস্থা যে কোন জায়গায় প্রবেশ করে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করতে পারবে।' একই দলের রাজনীতিক হলেও সবারই রাজনৈতিক প্রজ্ঞা এক হয় না। জনাব মাহমুদুল আলম হানিফ বাংলাদেশের রাজনৈতিক ব্যকরণ টা যে ভাবে পড়েছেন, জনাব স্বরাষ্ট মন্ত্রী হয়ত সে ভাবে পড়েন নাই। তবে এ ক্ষেত্রে একটা বিষয় উল্ল্যেখ করার মত। তা' হলো যে সমস্ত পুলিশ কর্মকর্তা আইনানুগভাবে দায়িত্ববোধ থেকে যতটা নয়, তার থেকে বেশী উর্দ্ধতন কর্তৃপক্ষের আদেশানুযায়ী এই কাজটা করেছেন। পুলিশের এই অভিযানের ব্যপারে স্বরাষ্ট মন্ত্রী নির্দেশ দিয়েছেন কিনা, জানতে চাইলে মন্ত্রী মহোদয় সরাসরি উত্তর না দিয়ে বলেছেন, ' পুলিশ আইন অনুযায়ী কাজ করেছে।' চৌকষ স্বরাষ্ট মন্ত্রীর এই কৌশলী জবাবের মধ্যে কিছুটা ফাঁক রয়েছে। যদি আগামীতে কোন দিন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের তাদের কৃতকর্মের জন্য জবাবদিহীর সন্মুখীন হতে হয়- তখন প্রশ্ন উঠতে পারে তারা কার নির্দেশে এই কাজটি করেছেন, কি ভাবে তারা নির্দেশটি পেয়েছিলেন। নির্দেশ দাতা কি দায়িত্ব নিয়ে স্বীকার করবেন তার এই নির্দেশের কথা?
বিষয়: বিবিধ
১৩২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন