বেশ্যা সাংবাদিকতা (Presstitute):
লিখেছেন লিখেছেন আবরণ ২১ মার্চ, ২০১৩, ০৬:৪৭:৩৩ সন্ধ্যা
একটি দৈনিক সংবাদ পত্রের উপ-সম্পাদকীয় পড়তে পড়তে একটি বিশেষ শব্দে চোখ আটকে গেল। শব্দটি আমার কাছে নূতন। আমার মত অনেকের কাছেই নূতন মনে হতে পারে। শব্দটি হচ্ছে প্রেসটিটিউট (Presstitute)। উইকিপিডিয়ায় শব্দটির ব্যখ্যায় বলা হয়েছে Prostitute ( বেশ্যা) এবং Press (সংবাদ পত্র) এই দু'টি শব্দ যোগে এই প্রেসটিটিউট শব্দটি তৈরী করা হয়েছে। যার অর্থ হচ্ছে- " সরকারী গুন গাইলে তা' হবে বেশ্যা সাংবাদিক বৃত্তি"। বর্তমান অবাধ তথ্য প্রবাহের যুগে শব্দটি সত্য অনুসন্ধিৎসু পাঠক মাত্রকেই ভাবিয়ে তোলার মত একটি ভয়ানক শব্দ। প্রেসটিটিউট ভূক্ত সাংবাদিক দের সুবিধা অনেক। একদিকে তারা সরকারী পৃষ্ঠপোষকতায় অসত্য, বানোয়াট, উদ্দেশ্য প্রনোদিত একপেশে সংবাদ পরিবেশনার মাধ্যমে অতি সহজেই ভিন্নমতাবলম্বীদের চরিত্র হনন করতে পারেন। ক্ষমতাসীনদের আশীর্বাদ থাকায় এত কোন প্রকার ঝুঁকি থাকেনা। পক্ষান্তরে প্রাপ্তি অনেক বেশী। বেশ্যা বৃত্তিতে যেমন খদ্দেরের বয়স, চেহারা, পছন্দ অপছন্দ, সামাজিক অবস্থান কোন কিছুই দেখার সুযোগ নাই- খদ্দেরের মনোরঞ্জন করে কত পাওয়া গেল এটাই বড় কথা- তেমনি বেশ্যা সাংবাদিককতার ক্ষেত্রেও একটি বিশেষ মহলের উদ্দেশ্য ও স্বার্থ হাসিলের বিনিময়ে নিজের প্রাপ্তিটাই বড়। সংবাদের বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা নিয়ে তাদের কোন দায়বদ্ধতা কিংবা মাথাব্যথা নাই। প্রায়শঃই বলা হয়- "অমুক দলের তান্ডবে জন জীবন অতিষ্ঠ,বাসট্রাকে আগুন, জানমালের ব্যপক ক্ষয়ক্ষতি ইত্যাদি ইত্যাদি"..। সত্যিকার অর্থে তান্ডব কারা চালাচ্ছে, জানমালের ক্ষয়ক্ষতি কেন হচ্ছে-কারা এর জন্য দায়ী...এ ব্যপারে সাংবাদিকদের আরও বেশি নিরপেক্ষতার সঙ্গে বিশ্লেষন মূলক সংবাদ পরিবেশনে সচেষ্টহবে। জনগন একটা সংবাদপত্রের মাধ্যমে সত্য সংবাদটি জানতে চায়। এটা বাম দলের পত্রিকা, ওটা ডান দলের পত্রিকা এ কথা জনগন মানতে নারাজ। বিশেষ দলের বিশেষ গোষ্ঠীর স্বাথৃ হাসিলের হাতিয়ার হিসাবে সত্য সংবাদ থেকে জনগনকে বঞ্চিত করে বেশ্যা সাংবাদিকতার সর্বনাশা বলয় থেকে কলম সৈনিকদের বেরিয়ে আসা উচিৎ। দেশের সকল শ্রেণীর সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে বলতে চাই- আসুন সকল প্রকার লোভ, প্রত্যক্ষ পরোক্ষ সকল প্রকার চাপ অগ্রাহ্য করে সত্য প্রকাশ করুন। সত্য পরিবেশনার ক্ষেত্রে নিরপেক্ষ থাকুন। তাহলেই জাতি সত্য জানার ক্ষেত্রে সংবাদপত্রের নিরপেক্ষতার উপর আস্থা রাখতে পারবে।
বিষয়: বিবিধ
২২৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন