যাও পাখী
লিখেছেন লিখেছেন আবরণ ০৪ ডিসেম্বর, ২০১৩, ০৩:৩৮:৫০ দুপুর
যত দুরেই যাও উড়ে
ফিরে এসো এই নীড়ে।
পাখী তোরে বাসি ভাল
তুই ছাড়া সব্ এলোমেলো।
ক্ষণে ক্ষণে পড়ে মনে
পাখী তুই কোন বনে।
আয় পাখী ফিরে আয়
তোরে ছাড়া বাঁচা দায়।
বিষয়: বিবিধ
১২৯৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন